রিমিঝিম রিমিঝিম এলো রে শ্রাবণ
বরষা সিক্ত হল তপ্ত ভুবন।
অম্বরে গুরুগুরু, বাজে মেঘ ডম্বরু
বিজলী আলোক হেরি কাঁপে নীপবন।।
গোপন গন্ধ কেয়া ছড়ালো কাননে
অজানা বেদনা ভাসে পূবালী পবনে;
বিরহিণী একা ঘরে, শূন্য শয্যা পরে,
কম্পিত হিয়া তার, শঙ্কিত মন।।
রিমিঝিম রিমিঝিম এলো রে শ্রাবণ
কথা : পরেশ চন্দ্র রায়
সুর ও শিল্পী : পণ্ডিত অজয় চক্রবর্তী
Δεν υπάρχουν σχόλια:
Δημοσίευση σχολίου