Αναζήτηση αυτού του ιστολογίου

Σάββατο 3 Μαρτίου 2018

THAOR NAI GO MON BYAPARI - Lalan Geeti - Kenaram Dhara

For listening pleasure only. Copyright violation or infringement 
of any kind is NOT meant or intended.

ঠাওর নাই গো মন ব্যাপারী
ত্রিধারায় ডোবে বুঝি আমার তরী।।

যেমন দাঁড়ি, মাল্লা বেয়াড়া
তেমনি মাঝি দিশেহারা,
কোন দিকে যে বায় গো তারা -
পাড়ি দেওয়া কঠিন হইলো ভারী।।

একটি নদীর তিনটি ধারা
সেই নদীতে নাই কূল-কিনারা;
সেথায় বেগে তুফান বয়
দেখে লাগে ভয়
ডিঙি বাঁচার উপায় কি করি।।

কোথায় আছো ও দয়াল হরি
আপনি এসে হও কাণ্ডারি;
স্মরণ করি ভাসায়ে তরী
লালন কয় যেন বিপাকে না পড়ি।।

ঠাওর নাই গো মন ব্যাপারী
পদকর্তা : ফকির লালন সাঁই (১৭৭৪-১৮৯০)
শিল্পী : কেনারাম ধাড়া

Δεν υπάρχουν σχόλια: